স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে একটি অসম প্রেমের বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। জানা গেছে, উপজেলার প্রভাকরপুর গ্রামের মালা বেগম (৬০) স্বামীর মৃত্যুর পর থেকে দীঘদিন ধরে একাই স্বামীর সহায় সম্পত্তি রক্ষনা বেক্ষন করে আসছেন। বেশ কিছু দিন ধরে তিনি একই এলাকায় বসবাসকারী সুনামগঞ্জের মাছুমদিঘীর পাড়ের বাসিন্দা দিনমজুর বাবুল মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় ঘানাঘুষা শুরু হলে এলাকাবাসী এ নিয়ে সরব আলোচনা শুরু করেন। শেষ পযর্ন্ত এলাকাবাসীর উপস্থিতিতে বাবুল মিয়া (২৭)এর সাথে মালা বেগমের বিয়ের ব্যবস্থা করা হয়।গতকাল আনুষ্ঠানিকভাবে এবিয়ে ধমীয় বিধি মোতাবেক সম্পন্ন হয়। অসম বিয়ের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্ঝল্যর সৃষ্টি করেছে। এলাকার এক তরুণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান প্রেম মানে না জাতি ধর্ম বয়স ধনী গরিব এই বিয়ে আবারও প্রমাণ করল।
Leave a Reply