স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন সোনার বাংলার দ্বারপ্রান্তে। শেখ হাসিনার নের্তৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে এদেশের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। তিনি মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতিয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পালের য্যেথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন,জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ,জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,কাউন্সিলর দিলোয়ার হোসেন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সেক্রেটারী আবুল হোসেন লালন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সেক্রেটারী রুমেন আহমদ প্রমুখ।
সভার শুরুতে জাতির জনক ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা পর্যায়ে জাতিয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মন্ত্রী সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধানিবেদন করেন। এছাড়াও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত বীরেন্দ্র কুমার দেব বীরবাবুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। পরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply