স্টাফ রিপোর্টার; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে তালিকাভূক্ত অসচ্ছল দরিদ্র মানুষের হাতে নগদ টাকা তুলে দেন। এউপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে এবার ৭৫জন মানূষের মধ্যে নগদ দেড় লাখ টাকা তুলে দেয়া হয়।
Leave a Reply