Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ২০ জনের বিরুদ্ধে ৯ মামলা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া পাওনাদের বিরুদ্ধে ৯ টি মামলা করা হয়েছে ।

গতকাল সোমবার সিলেট বিদ্যুৎ আদালতের বিউবো’র ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা বিদ্যুৎ সরবারহ (বিউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল জগন্নাথপুরের ইকড়ছই, কেশবপুর, মিরপুর, পাটলী, রানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২০ গ্রাহকের বিরুদ্ধে ৫ লাখ ২২ হাজার ১৫৭ টাকা বকেয়া বিল আদায় না করায় বিদ্যুৎ আইনে ৯টি মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী এবং বকেয়া পাওনাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version