স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে অন্যায়ের প্রতিবাদ করায় এক যুবক হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শহরের রানীগঞ্জ রোডস্থ আড়তের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের সুমেল মিয়া (২৭) মোটর সাইকেল নিয়ে রানীগঞ্জ যাওয়ার পথে পৌশহরের মাছের আড়তের সামনের রাস্তায় বিপরীতদিক থেকে ছেড়ে আসা একটি সিএনজি তাকে অন্যায় ভাবে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে সিএনজির মেকার (মেরামতকারী) সুয়েব এর নেতৃত্বে ১০/১২জনের উগ্রবাজ লোক সুমেলের উপর হামলায় চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সুমেলের পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
Leave a Reply