স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনাঅনুমতিতে বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসর বসানোর অভিযোগে প্রশাসন আসরটি পণ্ড করে দিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথপুরের ইউএনও বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশসহ সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় আয়োজিত ওই আসর বন্ধ করে দেন।
জানা গেছে, বন্ধু মহলের ব্যানারে ঈদুল ফিতর উপলক্ষে বাউল সন্ধ্যা নামে অশ্লীল গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীদেরও আমন্ত্রণ করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়ানো হবে বলে অনুষ্ঠানটি বন্ধের দাবী জানান স্থানীয়রা।
ইউএনও বরকত উল্লাহ বলেন, এ আয়োজনে সরকারি কোন অনুমতি ছিল না এবং অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে সেখানে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।