সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে শীতের অতিথি পাখি বিক্রিকালে সানু মিয়া (২৬) নামে এক বিক্রেতাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এই দণ্ডের রায় দেন।
পুলিশ ও ইউএনও’র কার্যালয় সুত্র জানান, উপজেলা সদরে প্রকাশ্য শীতের অতিথি পাখি বিক্রি করছেন উপজেলা সদরের পৌরএলাকার শেরপুর এলাকার মৃত সানাই মিয়ার ছেলে সানু মিয়া। ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেয়া হয়। এবং তাঁর নিকট থেকে ১৫টি অতিথি পাখি উদ্ধার করে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বণ্য প্রাণী সংরক্ষণ আইনে পাখি বিক্রির অভিযোগে তাকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।