Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অটো টেম্পু অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন জগন্নাথপুর পৌর পয়েন্ট পূর্বপাড় ও হাসপাতাল পয়েন্ট উপ-কমিটির নির্বাচন বুধবার অনুষ্টিত হয়।
নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম খেজর বাই সাইকেল প্রতিকে ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরন মিয়া ছাতা প্রতিকে ১২৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে জুবেল আহমদ আম প্রতিকে ১৩২ ভোট। ও সুজন আহমদ তালাচাবি প্রতিকে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর বিনা প্রতিদ্বন্ধীতায় মনোনীত হয়েছেন। যুগ্ম সম্পাদক আনু মিয়া দপ্তর সম্পাদক পদে লিটন মিয়া বিনা প্রতিদ্বন্ধীতায় মনোনিত হন। এছাড়া হাবিবুর রহমান হাবিব কোষাধ্যক্ষ পদে মই প্রতীক নিয়ে ১৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন তার প্রতিদ্বদ্ধী আবু বকর মাছ ৫২ ভোট পান। সদস্য পদে মোঃ কমলা মিয়া বাদশা, আলাই মিয়া, মোঃ রূপ মিয়া মনা, মনুয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্দুল মতিন সহকারী প্রিসাইডিং ছিলেন খাদেমুল পাশা। নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা অটো-টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ছুরত মিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেন। সকাল আট টা থেকে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৫ জন ভোটারের মধ্যে ২৬৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Exit mobile version