1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর নোয়াপাড়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এতে আলী হোসেন বুলবুল (৪৫) ঘটনাস্থলে প্রাণ হারান।

আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।পুলিশ, এ্লাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিশোরগঞ্জ ইটনা উপজেলার ইলনজুড়ি ইউনিয়নের চিলি গ্রামের  আলী হোসেন বুলবুল খননযন্ত্র দিয়ে মাটি কাটার ঠিকাদার হিসেবে উপজেলার উলুকান্দি গ্রামে মাটির কাজ পরিদর্শন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি অটোরিকশা টনটমের চাপায় মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক শামসুল আরেফিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com