স্টাফ রিপোটার্র:: জগন্নাথপুরের মইয়ার হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত-বিকৃত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর-কবিরপুর গ্রাম এলাকায় মইয়ার হাওরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে মঙ্গলবার জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন জানান, লাশটির পরনে কালো রঙের শার্ট ও কালো রঙের লুঙ্গি ছিল। তার বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর হবে। এটি অনুমান সপ্তাহ-দশ দিন আগের মৃত দেহ। যে কারণে লাশটি গলে বিকৃত হয়ে গেছে এবং হতভাগ্য যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।