স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
আজ মঙ্গলবার ( ২ জুন) বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের খাল থেকে ভাসমান অবস্থায় গলিত ৪০ বছর বয়সী অজ্ঞাত নামা
ব্যক্তির লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদশী ও পুলিশ জানায় লাশটি ভাসতে ভাসতে মজিদপুর গ্রামের খাল দিয়ে প্রবেশের সময় মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর নজরে আসলে এলাকার লোকজন স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কে খবর দিলে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।পরে খবর দিলে পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,৪০ বছর বয়সী অজ্ঞাতনামা লাশটি ধারণা করা হচ্ছে কমপক্ষে এক সপ্তাহ আগের মারা যাওয়া লাশ।আমরা লাশটি উদ্ধার করে লাশের ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তে কাজ শুরু করেছি।
Leave a Reply