Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Screenshot

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির মামলায় উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল কে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল সোমবার সন্ধ্যা রাতে স্থানীয় দাওরাই বাজার থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা তিনি ওই ইউনিয়নের দাওরাই গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন,জগন্নাথপুরের
মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামীলীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৫জন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

Exit mobile version