সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুইটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ঘটনাস্থলে ছুঁটে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালাল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষনে বাজারের আল আরাপি মেশিনারী স্টোর ও জননী সেলুন সর্ম্পূন্ন ছুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
রসুলগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন জসিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নব কুমার সিংহ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply