জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে বিএনপির ধানের শীষের প্রাথীতা চুড়ান্ত করা হয়েছে। রাত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন প্রদান করা হয়। গুলশান অফিস থেকে বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী চুড়ান্ত করা হয়। অপর দুটিতে জমিয়ত থেকে প্রার্থী দেয়া হতে পারে। যারা ধানের শীষের মনোনয়ণ পেয়েছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রফিক মিয়া, পাটলী ইউনিয়নে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফু,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুর রব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সৈয়দ মোছাব্বির আহমদ,আশারকান্দি ইউনিয়নে বিএনপি নেতা ফখরুল ইসলাম খান। রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে বিএনপির কোন প্রার্থীতা ঘোষনা করা হয়নি। এ দুটি ইউনিয়নে ২০দলীয় জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম থেকে প্রার্থী দিতে সাবেক চারদলীয় জোটের এ আসনের সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী ভাগবসালেও তিনি এখনো নাম চুড়ান্ত করতে পারেননি। এদুটি ইউনিয়নে বিএনপির হেভিওয়েট প্রার্থী থাকলেও বিএনপি থেকে প্রার্থী না দেয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Leave a Reply