স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জগন্নাথপুরে উপজেলার ৩ ইউনিয়নের ৫ ওয়ার্ডের সাধারন সদস্যা পদে উপ নির্বাচনে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার উপজেলা নিবাচন কার্যালয়ে তাঁরা মনোনয়ন দাখিল করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩ ইউনিয়নের ৫ ওয়ার্ডের সাধারন সদস্যরা দীর্ঘদিন ধরে অনুপস্হিত থাকায় তাদের ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শুন্য ঘোষণা করে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। শেষ দিন পর্যন্ত ১৩ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেন ২ জন তাঁরা হলেন সৈয়দ লিলু মিয়া ও সৈয়দ নুর আলী
, একই ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন জমাদেন মোহাম্মদ রুনু মিয়া ও ছুরুক মিয়া, পাটলি ইউনিয়নে ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন জমাদেন ০৩ জন, তাঁরা হলেন শাহ মোহাম্মদ এখলাছুর রহমান রুমেন, জসিম উদ্দিন আহমেদ ফারুক, মোহাম্মদ জমির উদ্দিন। এবং ০৮ ওয়ার্ডে মনোনয়ন জমাদেন মিজানুর রহমান, মোহাম্মদ সুজন আলম। পাঁইলগাও ইউনিয়ন ০৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমাদেন ০৪ জন। তাঁরা হলেন আজাদ হোসেন, মনসুর আলম,জহর আলী,মোহাম্মদ শহিদ,
উপজেলা নিবাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামি ১১জুলাই প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ ও ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্টিত হবে।