স্টাফ রির্পোটার ঃ জগন্নাপুর পৌশহরের হবিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে র্দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মান্নানের বাড়িতে রাত ২টার দিকে ১০/১২ জনের মুকোশধারী একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে বেধে নগদ ১ লাখ টাকা, স্বর্নালংকার, মুঠোফোনসহ প্রায় ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নানের আতœীয় আব্দুল কাইয়ুম জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে বেধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্নালংকার ও ৮টি মুঠোফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরির্দশন করেছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার রেজাউল কবির।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply