স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আহমদ কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য সৈয়দ লালা মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামীগের সহ-সভাপতি হরমুজ আলী, সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, চেয়ারম্যান আবুল হাসান, কদ্দুস কামালী, সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান, প্রবাসী আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুক ইবনে আনিস, তৈয়ব কামালী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, এডঃ আব্দুর রহমান, সৈয়দ সেফুল আমিন, সৈয়দ হিলাল আহমদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি সৈয়দ মিজান প্রমুখ।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ মনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক অাহমদ বলেন, আর্দশকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি হয় না। তাই দলীয় নেতাকর্মীদের দলের আর্দশর প্রতি অবিচল থেকে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীক হতে যাচ্ছে। তাই দলের নেতাকমীদের দলের শৃঙ্খলা মেনে দলীয় প্রার্থীর পক্ষে ত্যাগ স্বীকার করে কাজ করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।
Leave a Reply