1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের সৈয়দপুরে হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরের সৈয়দপুরে হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৩৬ Time View

সৈয়দ মোস্তাক আহমদ.সৈয়দপুর থেকে::জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের প্রবাসীদের গড়া সংগঠন সৈয়দপুর সামছিয়া সমিতি লন্ডনের অর্থায়নে সৈয়দপুরে হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে সৈয়দপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে শনিবার বিকেলে সৈয়দুপর সৈয়দিয়া সামছিয়া মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা এলাকার প্রবীণ মুরব্বী আবুল ফজেল আজহার এর সভাপতিত্ব্ ও তরুণ সমাজকর্মী সৈয়দ তানভীর মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,সাবেক সচিব সৈয়দ জগলুল পাশা, লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ,দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ, সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দুপুর সামছিয়া সমিতি লন্ডনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মারুফ আহমদ খোকন, ভাইস চেয়ারম্যান সৈয়দ মিছবাহ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ শাহ কামাল,মাওলানা সৈয়দ শামীম আহমদ, মল্লিক খসরুজ্জামান,ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ,বাংলাদেশ বিমানের সাবেক হিসাব কর্মকর্তা আলী হায়দার, শিক্ষানুরাগী মোঃ রফিকুল বারী,সাবেক ইউপি সদস্য সৈয়দ মুনসিফ আলী,যুবলীগ নেতা সৈয়দ হিলাল আহমদ, সাংবাদিক সৈয়দ মোস্তাক আহমদ,আলোকিত সমাজ কল্যান সংস্থা সৈয়দপুরের সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিন প্রমুখ। সভায় সৈয়দপুর গ্রামের মুরব্বী সৈয়দ লাল মিয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সৈয়দপুর সামছিয়া সমিতির ভাইস চেয়ারম্যান সৈয়দ মারুফ আহমদ খোকন ও সৈয়দ মিছবাহ জানান, লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর প্রবীণদের গড়া এসংগঠনের উদ্যোগে সৈয়দপুরের বিভিন্ন উন্নয়নে অতীতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখা হয়েছে। বেশ কিছুদিন এসংগঠনের কার্যক্রম স্থবির হয়ে যায়। বর্তমানে নতুন নের্তৃত্বে প্রবীণদের এ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে সৈয়দপুরে স্বাস্থ্য সেবা নিশ্চিতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় সৈয়দপুরের কৃতি সন্তান সাবেক সচিব জগলুল পাশা বলেন, সকল ভেদাভেদ ভূলে সৈয়দপুরের উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সব রকম সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com