স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আল কোরআন একাডেমি লন্ডন অর্থায়নের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে অর্থ সহ কোরআন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরের মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ ড. সৈয়দ রেজুওয়ান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Donate for good এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এম ফখর উদ্দিন আহমেদ, আজমান আলী, নূরুল হক, মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য
সৈয়দ উজাইরুল হক প্রমুখ সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফিজ সফিকুল ইসলাম
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মো: আব্দুল মান্নান,মো: সাইদুল ইসলাম, নাজমুল হুদা ক্বারী আব্দুল ওয়াহিদ প্রমুখ