স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর সদর ইউনিয়নের সাবেক মেম্বার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাজিদ আলী(৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………রাজিউন) মৃত্যুকালে তিনি সাতছেলে মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাযার নামাজ শেষে জগন্নাথপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য সাজিদ আলী জগন্নাথপৃর সদর ইউনিয়নের সর্বশেষ নির্বাচিত ইউপি সদস্য। তাদের আমলেই সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। জগন্নাথপুরের বিভিণ্ন উন্নয়নমুলক কাজে তার সম্পৃক্ততা রয়েছে। তাঁর মৃত্যুতে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, নবনির্বাচিত মেয়র আব্দুল মনাফ, কাউন্সিলর গিয়াস উদ্দিন,সফিকুল হকসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।