Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সাফওয়ান ইকবাল সাফি ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ

এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে অংশ নিয়ে সাফওয়ান ইকবাল সাফি এ প্লাস (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে জেএসসি পরীক্ষায়ও এ প্লাসসহ সরকারি মেধাবৃত্তি পেয়েছিল। সাফি এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়।
সাফওয়ান ইকবাল সাফির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুরে। তার পিতা ইকবাল হোসেন আনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার। সাফি এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার মা, বাবা, মামা, শিক্ষক-শিক্ষিকাসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাফি মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ হতে চায়। এজন্য সে সকলের নিকট দোয়াপ্রার্থী। -বিজ্ঞপ্তি

Exit mobile version