স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর শহরের সানলাইট আবাসিক হোটেলে বাউলশিল্পী ধর্ষনের ঘটনায় মামলার প্রধান আসামী পৌর এলাকার ইকড়ছই গ্রামের তাজ উল্লাহর পুত্র সেলন ভান্ডারীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সুনামগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান দুদিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তের অগ্রগতির জন্য সেলন ভান্ডারীকে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আশা করছি রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত গত ৩ জুন ১৫ইং দিবাগত রাত রাতে দিরাই উপজেলার নারায়নকুড়ি গ্রামের বাউল শিল্পী স্বামীকে নিয়ে হোটেল সানলাইটে রাত্রিযাপন করতে গেলে সেলন ভান্ডারী তাকে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজার জগন্নাথপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র রাকিব আলী ও কাসেম মিয়া নামে দুজনকে গ্রেফতার করা করে।