স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের সন্তান সাংবাদিকপুত্রের অঙ্গহানির ঘটনায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৩ ডাক্তারসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আগামী ২৬ জানুয়ারি মামলার চার্জগঠনের তারিখ ধার্য্য করেছেন আদালত।
সোমবার সকাল ১১টায় মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম তাদের জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের (চার্জ গঠনের) তারিখ ধার্য্য করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- উইমেন্স হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার ডা. জাবের আহমদ, ডা. তানভীর আহমদ চৌধুরী, ইন্টার্ণ চিকিৎসক শাদফিনাজ মোস্তফা ও ব্রাদার তারেক।
আদালতে বাদী পক্ষে মামলার পরিচালনা করেন এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট আবুল হাসান, এডভোকেট সজল কুমার রায়, এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, এডভোকেট সৈয়দ মুজিবুল হক জাবেদ।
আসামী পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট এএফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, এডভোকেট আবুল খয়ের হেলাল, এডভোকেট মশরুর চৌধুরী শওকত।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি নগরীর নয়াসড়কস্থ বাসার দরজার হেজবল্টে চাপ লেগে আঘাতপ্রাপ্ত হয় সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদরুর রহমান বাবরের ছেলে সাফি। ডানহাতের তর্জনিতে রক্তক্ষরণ শুরু হলে বাসার পার্শ্ববর্তী সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে সাফিকে নিয়ে আসা হয়।
চিকিৎসায় অবহেলার কারণে তার ছেলের আঙ্গুল পরবর্তীতে অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে বাধ্য হন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি সাংবাদিক বদরুর রহমান বাবর বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
আদালত মামলা গ্রহণ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করেন। আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটি চিকিৎসায় অবহেলার কারণে আংশিক অঙ্গহানি সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক গঠিত আরেকটি তদন্ত কমিটিও চিকিৎসায় অবহেলার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে।
আদালত বিশেষজ্ঞ তদন্ত কমিটির মতামত পেয়ে অভিযোগ আমলে নিয়ে গত ২৮ জুলাই চিকিৎসায় অবহেলাকারীদের বিরুদ্ধে সমন জারি করেন।
এ ব্যাপারে মামলার আসামী পক্ষের আইনজীবি এএফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেন, মামলার ধারা জামিনযোগ্য হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছেন।
বিবাদী পক্ষের আইনজীবি মো. শহিদুজ্জামান চৌধুরী বলেন, আদালত আগামী ২৬ জানুয়ারি মামলার চার্জ গঠনের তারিখ ধার্য করেছেন। আশা করি ওই দিন চার্জগঠন হবে। উল্লেখ্য সাংবাদিক বাবর জগন্নাথপুরের ইকড়ছই গ্রামের সন্তান। তিবি বর্তমানে সিলেট শহরে বসবাস করছেন।
Leave a Reply