স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সন্মেলনে জগন্নাথপুরের সন্তান জেলা যুবলীগের আহবায়ক সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত করায় জগন্নাখপুরে আনন্দ মিছিল ও সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর পৌর শহরে যুবলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ,নিলেন্দু গোপ, শফিক মিয়া, সাবেক উপজেলা যুবলীগ নেতা হিমরুল হক হীরক, যুবলীগ নেতা জাকির হোসেন, পৌর যুবলীগ নেতা নিজামুল করিম, সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, ইব্রাহিম আলী, আজহারুল হক ভূইয়া শিশু, আকমল হোসেন, রাসেল আহমদ, বাবু চৌধুরী, ইউনুছ মিয়া, শামীম, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোতাহির হোসেন, এহিয়া কামালী, শিশু মিয়া, তাজ উদ্দিন, আবু তাহের রোহহান, মধু মিয়া, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, এস আর দুর্জয়, আবু সাইদ প্রমূখ।