স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা শ্রীরামসি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী সামছুল হুদা সুহেল কে অবশেষে বদলী করা হয়েছে। অতি সম্প্রতি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে তার বিরুদ্ধে একটি অনিয়ম ঘুষ দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামগঞ্জের জেলা প্রশাসন বিষয়টি সুনজরে এনে তাকে দিরাই উপজেলায় বদলী করে। এদিকে দুর্নীতিবাজ তহশীলদার সুহেলের বদলীর খবরে এলাকাবাসী আনন্দিত। এলাকাবাসী তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে তার বদলীর জোর দাবী জানিয়েছিলেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম তহশীলদার সুহেলের বদলীর সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে এ উপজেলা থেকে দিরাই উপজেলায় বদলী করে শ্রীরামসিতে নতুন তহশীলদার যোগদান করার আদেশ হয়েছে বলে শুনেছি। এখনও আদেশ অফিসে আসেনি