স্টাফ রিপোর্টার; জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশীলদার)কাজী শামসুল হুদা সুহেলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ইউনিয়নবাসী এসব ঘটনার তদন্তক্রমে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন। গত ৭ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে ইউনিয়নের বুধরাইল গ্রামের হাজী সৈয়দ আকিল শাহ গং বাদী হয়ে ৪৯জন লোক স্বাক্ষরিত তহশীলদার শামসুল হুদার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৩/৪ বছর ধরে শ্রীরামসি তহশীল অফিসে দায়িত্ব পালন করে তহশীলদার কাজী শামসুল হুদা ঘুষ দুর্নীতির স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন। তিনি নিজের ইচ্ছে মতে দায়িত্ব পালন করায় দাপ্তরিক কাজে অফিসে গিয়ে লোকজন তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়। খাজনার নামে লোকজনরে কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। চাহিদা মোতাবেক ঘুষ না পেলে নামজারী না করে লোকজনকে হয়রানী করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে সহকার কমিশনার ভূমি নিকট একাধিকবার মৌখিক অভিযোগ দেয়া হয়েছে বলে উল্লেখ করে জনস্বার্থে ঘুষখোর তহশীলদার কে বদলী করতে একজন সৎ ন্যায় পরায়ন তহশীলদার নিয়োগের দাবী জানান। এবিষয়ে অভিযুক্ত তহশীলদার কাজী শামসুল হুদা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী সৈয়দ আকিল শাহের একটি অনৈতিক তদবির না রাখায় তিনি মিথ্যা অভিযোগ দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখছি।
Leave a Reply