স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম মন্দির শ্যামহাট্র আশ্রম পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন কল্পে এক সভা শনিবার সকাল ১১টায় পাটলী ইউনিয়নের শ্যামহ্রাট শ্রীমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রভূপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর বংশধর শ্রীশ্রী প্রভূপাদ বিশ্বরুপ গোস্বামী। উক্ত সভায় সকল ভক্তবৃন্দ ও সনাতন ধর্মালম্বীদের উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্যামহ্রাট আশ্রম পরিচালনা ও উন্নয়ণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রানা কান্তি দে ও সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন ধর।
Leave a Reply