Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শেওড়া গ্রামের দুই পক্ষের বিরোধ প্রশাসনের হস্তক্ষেপে নিস্পত্তি 

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে শেওড়া গ্রামে দুই পক্ষের পূর্ব বিরোধ নিয়ে  রোববার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এর সভাপতিত্বে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের মধ্যস্ততায় বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান কমিউনিটি নেতা  বিজন কুমার দেব,উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন,আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা সমাজকর্মী  শহিদুর রহমান লেচু,তৌরিছ আলী মাষ্টার, মহসুদ আহমেদ প্রমুখ

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামের রামকৃষ্ণ দাস ও অনুকুল দাসের মধ্যে একটি জলমহালের ইজারা নিয়ে পূর্ব বিরোধ ও একাধিক মামলা মোকদ্দমা চলছিল। এসব বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে বিরোধের সৃষ্টি হয় । যার প্রেক্ষিতে উভয়পক্ষ কে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার  উভয়পক্ষ আপোষ নিস্পত্তির মাধ্যমে বিষয়গুলো নিস্পত্তি করা  হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছিল তাই আমরা হস্তক্ষেপ নিয়ে সমাধান করেছি।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর বলেন,সাম্প্রদায়িক সম্প্রতির এই এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জগন্নাথপুরের সম্প্রতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখতে তিনি আহ্বান জানান।

Exit mobile version