Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শিক্ষক অনন্ত পাল আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে প্রথম

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল সিলেট বিভাগীয় আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে প্রথম স্হান অধিকার করেছেন। জগন্নাথপুরের কৃতি সন্তান লোক সংস্কৃতির মহারাজা রাধা রমন দত্ত পুরকায়স্থের গান গেয়ে তিনি বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জন করেন। এবার তিনি রাজধানীতে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবেন। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেটের বিভাগীয় প্রধান ডিডি এম সাফায়েত আলম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় জগন্নাথপুর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অনন্ত পাল লোক সঙ্গীতে সিলেট বিভাগে প্রথম স্হান অর্জন করায় জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহাজাহান মিয়া ও সাধারণ সম্পাদক নৃপেশ দাশসহ সমিতির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে শিক্ষক অনন্ত পাল বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহনে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেন।

Exit mobile version