সুহেল হাসান:: দক্ষিণ সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট লেখক এনামুল কবিরকে আহ্বায়ক করে ১১ সদস্যের এ কমিটি আনুষ্ঠানকিভাবে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার শান্তিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উদীচী’র সহ-সভাপতি অঞ্জন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসেনজিৎ দে।
সভায় এনামুল কবিরকে আহ্বায়ক এবং দোলন কবিরকে সদস্য সচিব করে মোট ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. আলী আহমদ, প্রণজিৎ দেবনাথ, জয়ন্ত দেবনাথ, শুভ পাল, মো. মুস্তাক হাসান, পঙ্কজ চক্রবর্তী জয়, আব্দুল বাসিত সায়েক, জাহাঙ্গীর আলম এবং বেণু মজুমদার। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে বলে জানা যায়।
Leave a Reply