স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর সরকারি প্রাথমিক শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার ও শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লুদরপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের অর্থায়নে শহীদ মিনার ও শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী নুরুল উল্লা আকল মিয়া, আজির উদ্দিন, ইমরান আহমদ, মহিউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিতু মিয়া, সহ-সভাপতি, ওয়ারিছ মিয়া,প্রধান শিক্ষক স্বপ্নচন্দ,সহকারী শিক্ষক শংকর দেবনাথ,জহিরুল মিয়া,সাবেক কমিশনার আবুল লেইছ,আব্দুস সালাম,। এসময় দোয়া পরিচালনা করেন ইমাম হাফিজ মাওলানা সিয়াব উদ্দিন ও মাওলানা আব্দুল কাদির।
Leave a Reply