স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রাম থেকে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে এলাকাবাসী পুলিশে দিয়েছে। রাত পৌনে তিনটায় জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আসাদুজ্জামান জানান, এলাকাবাসী মসজিদের মাইকে মাইকিং করে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে খবর দিলে আমরা গিয়ে এ দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। তিনি জানান, লাউতলা গ্রামে বেশকিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আটককৃত দুজন হলেন করুল মিয়া(৪৮) হীরা মিয়া(৩২)।
Leave a Reply