আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৩৮ নং লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জবেদুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ে বরাদ্দকৃত ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার এ ব্যাপারে লহরী গ্রামের টিটু মিয়াসহ ৯জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পিআইও কার্য্যালয় থেকে বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত টিন বিদ্যালয়ে না লাগিয়ে তিনি নিজে আত্মসাৎ করেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কোন পদক্ষেপ নেননি। এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তার তার বক্তব্য জানা যায়নি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জবেদুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, নানা কারণে কাজ করতে বিলম্ব হয়েছে। অচিরেই টিন বিদ্যালয়ের কাজে লাগবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।