স্টাফ রিপোর্টার;;
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায়
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন কে রেড জোন ঘোষনা করা হয়েছে। যার প্রেক্ষিতে রেড জোন এলাকায় কাল মঙ্গলবার (১৪ জুন) জরুরী পরিবহণ ছাড়া অন্যসব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ওই দিন সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধের দোকান ও নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। বিকেল ৪টার পর থেকে শুধু ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে সরকারী সিন্ধান্তে রেড জোন ঘোষনা করা হয়েছে। সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক তদারকির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
অযথা বাহিরে ঘোরাঘুরি না করে ঘরে নিরাপদে থাকার জন্য তিনি সবাইকে আহবান জানান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। পৌরসভায় মোট আক্রান্ত ২৮ জন এবং সৈয়দপুর এলাকায় ৯ জন আক্রান্ত হয়েছেন।
Leave a Reply