রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার থেকে গাড়িভর্তি প্রায় এক লাখ টাকার ভারতীয় নাসির বিড়িসহ গাড়ি চালক ইব্রাহিম আলীকে (৩০)আটক করেছে থানা পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক সস্তিপুর গ্রামের মৃত ক্বারী মহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় , সোমবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের বিড়ি ব্যবসায়ী শিপু মিয়াসহ দুই জন পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের বিড়ি ব্যবসায়ী আহমদ মিয়ার কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে প্রায় এক লক্ষ ভারতীয় নাসির বিড়ি নিয়ে রাণীগঞ্জে আসছিল।
্রএ সময় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় ইনাতগঞ্জ বাজারের পাশে গাড়িভর্তি নাসির বিড়িসহ গাড়ি চালককে আটক করলেও বিড়ির মালিকরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃত চালক থানা হাজতে রয়েছে এবং নাসির বিড়ি ও চোরাচালানে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।