স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকার শিক্ষা,যোগাযোগ,স্বাস্থ্যসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। তিনি বলেন, এবার একটি যুগপোযোগী বাজেট পেশ করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ চলছে। একাজে সবাইকে সহযোগীতা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। তা কেউ রোধ করতে পারবে না। শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুন্দর মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অধ্যক্ষ লুৎফুর রহমান,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা সোনালী অতীত এক শুন্য গোলে সিলেট সোনালী অতীতকে পরাজিত করে জয়লাভ করে। এর আগে মন্ত্রী দুপুর দুইটায় কলকলিয়া ইউনিয়নের অর্জন মার্কেটে কলকলিয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম,ছালেক মিয়া, যুবরাজ মিয়া, আজিজুল হক মেম্বার,হারুন মিয়া, ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের নেতা নিখিল রঞ্জন দে, শচিন্দ্র দাস,সুজিত বৈদ্য,রাধেশ দেবনাথ, হরিবল দাস, গুরুপদ দে, শশাংক পাল, দ্বিপক কুমার দাস, কোকিল দাস,ললিত দাস,জিতেন্দ্র দেবনাথ,রাধাকান্ত দেবনাথ,মিন্টু চন্দ্র প্রমুখ।
Leave a Reply