Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের যুবলীগ নেতা জুবেদ খান কে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটঘর আওদত সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদ খান এর স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার রাতে সিলেট শহরের এক অভিজাত হোটেলের হলরুমে শুভানুধ্যায়ীদের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যরিষ্টার ফারজানা শিলা,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক শেরিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শিক্ষানুরাগী আকমল খান,উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ,জেলা যুবলীগ নেতা জমিরুল হক পৌরব দুলন মিয়া,সাইদুল ইসলাম, মুজাহিদ আহমেদ,জামিল খান,মাসুদ মিয়া প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, যুবলীগ নেতা জুবেদ খান বঙ্গবন্ধুর আদর্শের যুব রাজনীতির এক সক্রিয় কর্মী ছিল। স্হানীয় রাজনীতিতে তাঁর শুন্যতা আমরা অনুভব করব। প্রবাসে গিয়েও জুবেদ যেন ব্যক্তিগত জীবনে সমৃদ্ধির পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে সক্রিয় থাকেন এ কামনা করেন। সভায় তাঁর সুস্বাস্থ্য দীর্ঘায়ূ ও প্রবাস জীবনের সফলতা কামনা করা হয়।
সভায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে সন্মান দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান জুবেদ খান।

Exit mobile version