স্টাফ রিপোটার:; জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়ী আবাসিক এলাকার বাসিন্দা রূপক দে পটল(২৪) নামের এক যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সাথে তার একবন্ধুও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সিলেট থেকে মোটরসাইকেল যোগে তিনবন্ধু জগন্নাথপুর আসার পথে শুক্রবার রাতে দুর্ঘটনা কবলিত হয়ে তিন যুবক আহত হন। তন্মেধ্যে রূপক দেসহ আরো একজনের অবস্থা শঙ্কাজনক। তাদের স্বজনরা জানিয়েছেন, মোটরসাইকের দুঘটনায় আহতদের চিকিৎসা চলছে। রূপক দে বাসুদেববাড়ি এলাকার প্রহল্লাদ দে এর ছেলে।
Leave a Reply