স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসহা উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ বার্ষিক গোষ্ট বিহার অনুষ্ঠান চলছে। মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বুধবার সকাল ৯টায় শ্রীকৃষ্ণের গোষ্টে গমন ও বিকেল ৪টায় ফিরা গোষ্ট অনুষ্টিত হয়। গোষ্টে গমন ও ফিরা গোষ্ট দেখতে হাজার হাজার ভক্ত সমাগম হয়। এছাড়াও চলছে শ্রীকৃষ্ণের লীলা সংকীর্ত্তন। কীর্ত্তণ পরিবেশনায় রয়েছেন শ্রী শ্রী বৈষ্ণব সংঘ,শ্রী হরিভক্ত দাস, গোপিনাথ সম্প্রদায়,কানাই লাল বিশ্বাস এর দল। যাত্রাপাশা গ্রামে সনাতন ধর্মালম্বী গোপ সম্প্রদায়ের ব্যতিক্রমীধর্মী এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসব অঙ্গণ পরির্দশন করেন্। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীন রাজনীতিবীদ, সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া,সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হিরা মোহন দে, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মালম্বী ব্যক্তিবর্গ উৎসব অঙ্গণ পরির্দশন করেন। এসময় উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারণ গোপ ও সাধারণ সম্পাদক প্রজেশ গোপ,উপদেষ্টা সুনীল গোপ, উদযাপন কমিটির সহ-সভাপতি বিজু গোপ, কোষাধ্যক্ষ জীবন গোপ, সহ-সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, সাংষ্কৃতিক সম্পাদক রজত গোপ, শীতল গোপ, নিলেন্দু কুমার গোপ, শ্যামল গোপসহনের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply