Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মেয়ে পল্লবী চৌধুরী গ্লোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সন্তান পল্লবী চৌধুরী এবার এসএসসি পরীক্ষায়  গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সিলেট নগরীর সরকারি  অগগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে ১২৩৬ মার্ক পায় পল্লবী। সে জগন্নাথপুরের কৃতি সন্তান সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী ও লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক তপতী রায়ের প্রথম সন্তান। তাদের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে। বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পূর্ব জৈনপুর এলাকার বাসিন্দা। পল্লবী তাঁর এ সফলতার জন্য পিতা মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের আশীর্বাদ ও দোয়া প্রত্যাশা করেন।পল্লবী চৌধুরী বড় হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version