স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের বিশিষ্ট কবি ও লেখক কবি নূর-ই সাত্তারের একমাত্র ছেলে কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র হাফিজ আল-মাহমুদ দীর্ঘদিন যাবত ক্যান্সার রুগে আক্রান্ত থাকার পর শুক্রবার সিলেট ওসমানী হাসপাতালে ইনতেকাল করেছেন।(ইন্নালিল্লাহী……………….রাজিউন।) শুক্রবার রাতে তার লাশ কুবাজপুর তার নিজ বাড়ীতে নিয়ে আসার পর কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছাত্র ও এলাকার ধর্মপ্রান মুসলমান তার বাড়ীতে ভীর জমান।এদিকে শনিবার কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার ময়দানে হাজারো ধর্মপ্রান মুসলমানের উপস্থিতিতে তার নামাজে জানাযা অনুষ্টিত হয়। জানাযার নামাজে ঈমামতি করে মরহুম হাফিজ আল-মাহমুদের পিতা বিশিষ্ট লেখক কবি নুর-ই সাত্তার।যানাজে শেষে পঞ্চায়িত কবর স্থানে দাফন করা হয়।এদিকে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর মারদাসার দশম শ্রেণীর ছাত্র আল-মাহমুদের অকাল মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে তার পরিবার বর্গের প্রতি সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা মুফতি মওসুফ আহমদ ও সাবেক শিক্ষা সচিব মাওলানা মঈনুল ইসলাম,কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কেন্দ্রিয় সভাপতি মাওলান আলী আহমদ ও সেক্রেটারি জেনারেল সাংবাদিক মাসুম আহমদ।
Leave a Reply