স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার মুচিবাড়িমোড়ে ছিনতাইকারীর শিকার হয়েছেন এক যুবক। ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে রাত নয়টার দিকে মুচিবাড়ি মোড়ে তার গতিরোধ করে চাকু দিয়ে আঘাত করে তাকে আহত করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। উল্লেথ্য প্রায় মাস দেড়েক আগে উক্ত স্থানে জগন্নাথপুরের এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের সফিকুর রহমানের পুত্র আতিকুর রহমান (২৬) জগন্নাথপুর বাজার থেকে রিকশা যোগে বাড়ি ফেরার পথে একটি মোটর সাইকেলযোগে দুই ছিনতাইকারী তাকে গতিরোধ করে চাকু দিয়ে আঘাত করে নগদ ৩০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে এলেও ছিনতাইকারীদের সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি। উল্ল্যখ্য জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল থেকে হাসপাতাল পয়েন্টে আগে মুচিবাড়ি মোড় এলাকায় সাম্প্রতিককালে ব্যাপক চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় উক্ত জায়গায় দুবৃত্তের হামলা ও লুটপাটের শিকার হয়েছেন কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা কামাল উদ্দিন। কামাল উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদুপর গ্রামের বাসিন্দা। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে বলে কামাল জানান। এছাড়াও সম্প্রতি আরো কয়েকটি ঘটনা উল্লেখিত স্থানের মধ্যে ঘটছে বলে জানা গেছে। পৌর এলাকার ব্যষ্তসত সড়কে এরকম ঘন ঘন ছিণতাই ও চুরির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ প্রসঙ্গে জগন্নাথপুর পৌর এলাকার চিক্কা গ্রামের বাসিন্দা সমাজকমী তোফাজ্জল হক সুমন বলেন, পৌর এলাকার গুরুত্বপূণ ওই সড়কে এভাবে ছিনতাইকারীদের উৎপাত আমাদেরকে ভাবিয়ে তুলছে। পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর পাশাপাশি এবিষয়ে কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন পুলিশ উক্তস্থানের বিষয়ে তৎপর রয়েছে। অচিরেই ছিনতাইকারীরা ধরা পড়বে।