সুফিয়ান আহমদ মীরপুর থেকে :: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট পেশ করেন। বাজেট পেশ উপলক্ষে এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান জমির উদ্দিন ইউপি সচিব নরেশ চন্দ্র দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাবেক ইউপি সচিব বিনয় ভূষন তালুকদার,এনজিও সংস্থা শরিক প্রকল্পের কর্মকর্তা জিয়াউর রহমান,এলাকাবাসীর পক্ষে সমাজসেবী আব্দুল জলিল, নূরুল ইসলাম, ইলিয়াছ আলী, বাবুল মিয়া, মুহিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদির,আব্দুল মালিক,আব্দুস ছোবহান, মহিলা সদস্যা আফিয়া বেগম, আকজান বিবি,রাজিয়া বেগম প্রমুখ। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ১০ লক্ষ ২৩হাজার ২২৮টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ২৩ হাজার ১৮৭ টাকা। উদ্বৃতি দেখানো হয়েছে ১ লক্ষ ৪১ হাজার টাকা।