স্পোর্টস রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার সাবেক কৃতি ফুটবলার মীরপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুন নুর স্মরণে মীরপুর যুব সংঘের উদ্যাগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সম্প্রতি মীরপুর পাবলিক হাইস্কুল মাঠে মীরপুর হাইস্কুল উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন মাস্টার মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন
সমাজসেবক আব্দুল কাদির, এম,এ, নুর,আব্দুল ওয়াদুদ, রফিক উদ্দিন, আব্দুল মালেক,আজাদ মিয়া, বাদশা মিয়া সহ হলিয়ার পাড়া,মীরপুর, নজিপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় উদ্বোধনী খেলা পরিচালনা করেন মিরপুর যুব সংঘ সভাপতি সাদিকুর রহমান (সা’দ),সহ-সভাপতি সোহেল আহমদ,সহ সভাপতি সাব্বির আহমদ,সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া আবু,যুগ্মসাধারণ সম্পাদক মুহিব উদ্দিন (সেলিম),যুগ্মসাধারণ সম্পাদক তুফায়েল আহমদ (জীবন) আবুল বাশার খোকন প্রমুখ
উক্ত উদ্বোধনী খেলায় স্বাগতিক মীরপুর যুবসংঘ বনাম নান্দনিক স্পোর্টস একাডেমি (বনগাঁও) মধ্যকার খেলায় মীরপুর যুবসংঘ টাইব্রেকারে জয়লাভ করে।
Leave a Reply