জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওইদিন সকাল ১১টায় স্থানীয় মিরপুর বাজারে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলন সফল করার লক্ষে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply