জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে স্থানীয় মিরপুর বাজারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বাদশা মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল কাদির। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবলীগ নেতা সাহাব উদ্দিন ,আকমল ভুইয়া,আব্দুস শহিদ, সাজ্জাদ খান, মাহবুব হোসেন,আফরুজ আলী, দিলাল আহমেদ, আহমেদ হোসেন,জিয়াউল আহমেদ,জাহাঙ্গীর খান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন,হোমায়ুন খান,রুবেল আহমেদ প্রমুখ।