জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সম্মেলনের পরদিনই ঘোষণা হলো সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেব এমপি।
নবগঠিত জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন জালাল উদ্দিন কয়েস।
মহানগরের সভাপতি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খান, সিনিয়র সহ সভাপতি হয়েছেন মুহিব উস সালাম রিজভি ও সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সন্তান দেবাংশু দাস মিঠু।
এছাড়া দলের একটি সূত্র জানিয়েছে- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল আহমদকে কেন্দ্রীয় সদস্য করার উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় একযুগ পর বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্য।