স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুরের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মানস রঞ্জন রায় মরণোত্তর সন্মাননা পেলেন। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পকলা একাডেমীর গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নারী নেত্রী, সংগঠক এবং জেলা উদীচীর সভাপতি শীলা রায় কে সৃজনশীল সংগঠক হিসেবে, কন্ঠ সংগীতে মনোরঞ্জন চন্দ, নৃত্যকলায় তুলিকা ঘোষ চৌধুরী,চারুকলায় ধ্রুব এষ ও নাট্যকলায় মানস রঞ্জন রায়কে (মরণোত্তর) সন্মাননা প্রদান করা হয়। প্রয়াত মানস রঞ্জন রায় এর পক্ষে তাঁর মেয়ে সুস্মিতা রায় সম্মাননা গ্রহণ করেন। এসময় প্রতিক্রিয়ায় সুস্মিতা রায় পিতার স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চে কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য মানস রঞ্জন রায় জীবিত থাকা অবস্থায় জেলা শিল্পকলা একাডেমীর ২০১৭ এর সন্মাননার জন্য মনোনীত হন। আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে মৃত্যু বরণ করলে তাঁর মরণোত্তর সন্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে সুস্মিতা রায়। মানস রঞ্জন রায় এর দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি অবলম্বনে তাঁর লেখা নাটক জাতীয় পর্যায়ে প্রর্দশিত হয়। বহুমুখি প্রতিভার অধিকার মানস রঞ্জন রায়ের মৃত্যুতে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন গভীরভাবে শোকাহত। জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে গুনী এই সাংষ্কৃতিক ব্যক্তিত্ব উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক কে সন্মাননা দেয়ার জন্য প্রস্তাব করা হলে জেলা শিল্পকলা একাডেমী নাট্যকলা ক্যাটাগরিতে তাকে সন্মাননার জন্য মনোনীত করে। জীবদ্দশায় সন্মাননাপ্রাপ্তির সংবাদটি জানতে পারলেও নিজহাতে সন্মাননা গ্রহণ করতে পারেননি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি গবেষক ড.মোহাম্মদ সাদেক এর হাত থেকে তাঁর মেয়ে সুস্মিতা রায় গতকাল সন্মাননা গ্রহণ করেন। এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম,সির্ভিল সার্জন আশুতোষ দাশ,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ,জেলা আইনজীবি সমিতির সভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেল,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সামছুল আবেদীন উপস্থিত ছিলেন।
Leave a Reply