Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মহাসড়কে আবারও ভেঙে পড়ল সেই সেতুর পাটাতন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙে আবারও একটি সিমেন্টবোঝাই ট্রাক সেতুতে উঠলে সেতুর লোহার পাটাতন খুলে নিচে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধ বয়ে গেছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ওই মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছাগাওঁ নামকস্থানে  স্টিলের বেইলি সেতু পারাপারের সময় এ ঘটনাটি ঘটেছে।

সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

গত বছরের আগষ্ট মাসে এই কাটাগাাঙের বেইলি সেতু ভেঙে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এছাড়াও ঝুঁকিপূর্ণ এ সেতুটি একাধিকবার বার ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর অংশের ইছগাঁও কাটাগাঙ্গের স্টিলের বেইলি সেতুতে উঠলে সেতুর ৪-৫টি লোহার পাটাতন খুলে নিচে ভেঙে পড়ে। এবং ট্রাকটির পিছনের অংশ দেবে গিয়ে সেতুর ওপর আটকে যায়। ফলে এ সেতু দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীসাধারণ।

এদিকে সেতুতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে জনপ্রতি ১০ টাকা দিয়ে নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীসাধারণ।

এ সময় নতুন বর-কনে নিয়েও নৌকায় নদী পার হতে দেখা যায়। কথা হয় আব্দুল বাছিদ নামের এক বরযাত্রীর সঙ্গে। তিনি বলেন, শ্যালকের নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি। এই সড়ক ছাড়া আমাদের আর কোনো বিকল্প সড়ক নেই। যার কারণে নতুন বর-কনেকে নিয়ে নৌকায় পার হতে হচ্ছে। জিনিসপত্রসহ নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে।

 

স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২২ সালে রানীগঞ্জের কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর উদ্বোধনের পর থেকে আঞ্চলিক এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। কাঁটাগাঙ্গের সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যান চলাচলে সমস্যা হতো। এখন ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজন কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ করব। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুতে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। এরপর টেন্ডার হবে।

 

প্রসঙ্গত, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। এঘটনায় ট্রাকের ভেতর থেকে চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিল। এরপর মাসখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়।

Exit mobile version