স্টাফ রিপোর্টার :: পবিত্র লাইলাতুণ কদর উপলক্ষ্যে জগন্নাথপুরের মসজিদে মসজিদে চলছে ধর্ম প্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। বুধবার রাতে এশার নামাজের পর খতমের তারাবিহ নামাজ শেষে হাজার বছরের শ্রেষ্ট এই মহিমান্তিত রাতে নামাজ, জিগির আছগার,মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মুসল্লীরা ইবাদতে সময় কাটাচ্ছেন।
জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার প্রায় সাড়ে চারশতাধিক মসজিদে ও বাসা বাড়িতে শান্তিপূর্ন পরিবেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুনিয়া ও আখেরাতের শান্তিকামনা এবং পরকালে নাজাত লাভের আশায় মুসল্লিদের ইবাদত বন্দিগী চলছে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, শার্ন্তিপূর্ন পরিবেশে মুসলমানরা পবিত্র লাইলাতুন কদর উপযাপন করছেন।
Leave a Reply